সত্যিকথা হলো আমি গণতন্ত্রের উপর আস্থাই হারিয়ে ফেলেছি। আমি বর্তমানে অগণতান্ত্রিক সাম্যবাদী। কেন জানেন? গণতন্ত্র এমন এক পন্থা, যেখানে অধিকাংশের মত নেয়া হয়। মানুষ কি দেবতা বা ফেরেশতা নাকি যে সর্বদাই সঠিক হবে? মানুষকে ভুলিয়ে-ভালিয়ে ভুল পথে নেয়া অসম্ভব কোনো ব্যাপার না। গণতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠায়ও খুব বেশি একটা কার্যকর না। তো আমি কিসে বিশ্বাস করি? প্রজাতান্ত্রিক রাজতন্ত্র। আপনি চাইলে Republican Monarchy বিষয়টা নিয়ে পড়াশোনা করতে পারেন, গণতন্ত্রের সাথে বারবার তুলনা করে দেখতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ