হামদার্দ এর ঔষধে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। আপনি হামদার্দ চিকিৎসক এর পরামর্শে হামদার্দ এর নিশাত,ফ্রোডেক্স, সেলভিন, এসব জাতীয় ঔষধ খাওয়াতে পারেন। সেই সাথে হামদার্দ এর পেনিটোন ক্রিম/তেল লিঙ্গে মালিসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন।এতে মিলনের জন্য লিঙ্গ উত্তেজিত হবে।  তবে মিলনের জন্য তারাহুরা করবেন না। আসতে আসতে আদর ও ভালোবাসা দিবেন। মিলন চলাকালীন বীর্যপাত হবে এমন সময় মিলন বন্ধ রাখুন। বেশি চাপ প্রয়োগ করে মিলন করবেন না। পরবর্তীতে কোন সমস্যা থাকলে আমাদের জানাবেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ