অসম মাল্টিপ্রসেসিং সিস্টেম (Asymmetric multiprocessing system) অসম মাল্টিপ্রসেসিং সিস্টেমে একটিমাত্র অপারেটিং সিস্টেম থাকে এবং প্রত্যেকটি প্রসেসর একটি নিদিষ্ট কার্য সম্পাদন করে থাকে। একটি প্রধান প্রসেসর পুরাে সিস্টেমটিকে কন্ট্রোল করে থাকে এবং অন্যান্য প্রসেসরগুলাে মাস্টার প্রসেসরের নির্দেশের জন্য অপেক্ষা করে এবং সে মতাে কাজ করে।

Talk Doctor Online in Bissoy App