শেয়ার করুন বন্ধুর সাথে

বুটেবল সিডি বিভিন্ন ধরণের হতে পারে। যেমন: ১. DOS বুটেবল সিডি। ২. Windows XP এর বুটেবল সিডি। ৩. Linux এর বুটেবল সিডি। ৪. Windows Live এর বুটেবল সিডি। ৫. Live Antivirus এর বুটেবল সিডি। এছাড়া প্রত্যেকটি অপারেটিং সিস্টেম ইন্সটলার সিডিই বুটেবল হওয়া বাঞ্ছনীয়। আমরা কোন অপারেটিং সিস্টেমের সিডি (যেমনঃ Windows 98, Windows XP) হতে সকল ডাটা কম্পিউটারে কপি করে অন্য কোন সিডিতে বার্ন করলে সেটি বুটেবল হয় না কিন্তু সেটি কোন সিডি বার্নার সফটওয়্যার (যেমনঃ Nero) দ্বারা সিডি টু সিডি বার্ন করলে বা ISO ইমেজ তৈরি করে বার্ন করলে সেটি বুটেবল হয় কেন? প্রত্যেকটি বুটেবল সিডিতে দুটি Portion বা অংশ থাকে: এক-সিডিতে রক্ষিত ডাটা আর অন্যটি হল এর বুট সেক্টর। বুট সেক্টর হল সিডির এমন একটি অংশ যা সিডিটি বুটেবল হতে যে ডাটাগুলাে দরকার সেগুলাে ধারণ করে। এটি সাধারণভাবে কোন সিডি হতে ডাটা কপি করা হলে তাতে কপি হয় না। শুধুমাত্র কোন সিডির ISO Image তৈরি করা হলে তাতে যুক্ত হয়। এছাড়া যখন সিডি টু সিডি কপি করা তখনও যুক্ত হয় কারণ যখন সিডি টু সিডি কপি করা হয় তখন প্রােগ্রামটি মূলত সিডিটির একটি ISO Image ই তৈরি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ