শেয়ার করুন বন্ধুর সাথে

ধাতুতে মুক্ত ইলেকট্রন থাকে। ধাতুর তড়িৎ ধনাত্মকতা ও অষ্টক গঠন লাভের জন্য সৃষ্ট এই ইলেকট্রনগুলো তড়িৎক্ষেত্রের প্রভাবে তড়িৎ উৎসের ঋণাত্বক দিক থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়। তাই ধাতুগুলো ইলেকট্রন পরিবহন করে। অপরদিকে আয়নিক কেলাসে থাকা ইলেকট্রনগুলো কেলাসে আবদ্ধিত অবস্থায় থাকে। তাই বহিঃস্থ বিভবের প্রভাবে এতে ইলেকট্রনের প্রবাহ ঘটে না। তাই আয়নিক যৌগের কেলাস তড়িৎ পরিবহন করে না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ