শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণত একটি ক্রিয়াবাচক বিশেষ‍্য ও একটি ধাতুর যোগে গঠিত যে ধাতুর দ্বারা ক্রিয়াবাচক বিশেষ‍্যটির অর্থ‌ই প্রকাশিত হয়, তাকে যুক্ত ধাতু বা সংযোগমূলক ধাতু বলে। তবে ক্রিয়াবাচক বিশেষ্য ছাড়া অন্য নামপদের সঙ্গে ধাতুর যোগেও যুক্ত ধাতু তৈরি হতে পারে।  যৌগিক ধাতু‌র সাথে যুক্ত ধাতুর সাদৃশ্য আছে। এখানেও দুটির যোগ ঘটে এবং প্রথমটির অর্থ বোঝায়।  উদাহরণ : √সাঁতার কাট্ , √রান্না কর্ , √দেখা কর্ , √ঘৃণা কর্ ইত্যাদি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ