শেয়ার করুন বন্ধুর সাথে

যেসকল পদার্থে ইলেকট্রন মুক্তভাবে চলাচল করতে পারে তাদেরকে পরিবাহী বলে। আবার যেসকল পদার্থের মধ্যে দিয়ে ইলেকট্রন মুক্তভাবে চলতে পারে না তাদেরকে অপরিবাহী বলে। যেসকল অপরিবাহী পদার্থকে তড়িৎক্ষেত্রে স্থাপন করলে পোলারায়ন হয় তাদেরকে ডাই-ইলেকট্রিক বা পরাবৈদ্যুতিক পদার্থ বলে। কিন্তু সকল অপরিবাহী পদার্থ পোলারায়ন প্রদর্শন করে না। সুতরাং সকল ডাই-ইলেকট্রিক অপরিবাহী কিন্তু সকল অপরিবাহী ডাই-ইলেকট্রিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ