শেয়ার করুন বন্ধুর সাথে

কোন বস্তুর কম্পনের ফলে শব্দের উৎপত্তি হয়। সকল কম্পনশীল বস্তুর শব্দ কি আমরা শুনতে পাই? না, সকল কম্পনশীল বস্তুর শব্দ আমরা শুনতে পাই না। যে শব্দ প্রতি সেকেণ্ডে ২০ টির কম কম্পন দিয়ে সৃষ্টি হয় তা আমরা মানুষেরা শুনতে পাই না। এরকম শব্দ অশ্রাব্য।এরকম শব্দকে শ্র“তিপূর্ব শব্দ বলা হয়। আবার অনেক বেশি কম্পনের ফলে সৃষ্ট শব্দকেও আমরা শুনতে পাইনা। প্রতিসেকেণ্ডে ২০,০০০ টির বেশি কম কম্পনের ফলে সৃষ্ট শব্দকে শুনতে পায় না। এরকম শব্দও অশ্রাব্য। একে শ্র“তি-উত্তর শব্দ বলা হয়। সুতরাং মানুষের জন্য শ্রাব্যতার সীমা হলো ২০ তেকে ২০,০০০ কম্পন দিয়ে সৃষ্ট শব্দ। প্রতি সেকেণ্ডে কোন বস্তু যতটা কম্পন দেয় তাকে বলা হয় ঐ বস্তুর কম্পাঙ্ক। এই কম্পাঙ্ক প্রকাশের একক হলো হার্জ। কোন বস্তু সেকেণ্ডে ২০ বার কাঁপলে তার কম্পাঙ্ক ২০ হার্জ, ২০,০০০ বার কাঁপলে ২০,০০০ হার্জ। সুতরাং মানুষের কানের শ্রাব্য কম্পাঙ্কের সীমা ২০ থেকে ২০,০০০ হার্জ। এই কম্পাঙ্কের শব্দকে শ্রাব্য শব্দ বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ