Sumya Akter

Call

মাসে দুইবার মাসিক হওয়ার পিছনে অনেক কারণ থাকে, যেমন ওজন বেড়ে বা কমে গেলে, অতিরিক্ত ব্যায়াম করলে, stress, contraceptive pills খেলে, হরমোনাল কোন সমস্যা থাকলে শরীরে, ইত্যাদি। বেশির ভাগ সময়ে এই সমস্যা টি নিজের থেকে দূর হয়ে যায়, বিশেষ করে যদি আপনার অসম্ভব মানসিক চাপ, ব্যায়াম বা ওজনের জন্য হয়ে থাকে। আপনি এক মাস অপেক্ষা করেন, যদি আপনার আবার ২ বার হয় মাসিক এক মাসে, তাহলে আপনি একজন gynaecologist ডাক্তার কে দেখান, তাহলে এটির পিছনে কারণ টি খুজে পাবে এবং সেই হিসেবে চিকিৎসা দিবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ