সর্দি একটি ভাইরাসজনিত রোগ । এ থেকে নিরাময়ের জন্য যা যা করতে হবে --   Nasal Drop, Azelast 137 mgc যেকোনো সময় । অন্তত দিনে 2 বার। Tab, Adlorin 5mg ( 1+0+1) খাওয়ার পরে । Tab, Alianil 120 mg (0+0+1) খাওয়ার পরে । বেশি শ্বাসকষ্ট হলে Tab, Montair 5mg (1+0+1) খাওয়ার পরে । Tab, Napa 500 mg (1+1+1) খাওয়ার পরে । Cap, Xeldrin 20 mg (1+0+1) খাওয়ার আগে । ▪︎ নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে । ▪︎ লেবুর রস খেলে একটু কম হওয়ায় সম্ভাবনা থাকে । ▪︎পর্যাপ্ত পরিমাণে ঘুম আসতে হবে  ▪︎কালো জিরা, সরিষার তেল, পেঁয়াজ কুচি ভেজে বুকে লাগালে কমে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ