পদার্থবিজ্ঞানের সূত্র বা রসায়নের বিক্রিয়া মনে রাখতে কষ্ট হয়। কী করতে পারি? →এই সূত্র গুলোর প্রমাণ ভালো করে জানতে হবে। আমরা সবাই (a+b)2 = a2 + 2ab+ b2 মুখস্ত জানি। কিন্তু, কতজন সেটা প্রমাণ করতে পারি? সত্যিকার অর্থে, সূত্রগুলোর প্রমাণ জানলে সেগুলো ভুলে গেলেও একটা রাস্তা বের করা যায়। আর, সনাতনী উপদেশ দিতে গেলে বলতে হয়, কঠিন সূত্র ও বিক্রিয়া গুলো কাগজে লিখে টেবিলের সামনে টানিয়ে রাখো। অবচেতন মনে শেখা জিনিস বেশি মনে থাকে। এই লেখাগুলোও পড়ে দেখতে পারো!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ