শেয়ার করুন বন্ধুর সাথে

ইনফ্লুয়েঞ্জা নাক, গলা ও ফুসফুসের একটি মারাত্মক রোগ। এটি একটি ভাইরাসজনিত রোগ। শীতকালে এ রোগের প্রকোপ বেশি হলেও বছরের অন্যান্য সময়ও এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কারা ঝুঁকিতে আছে? * পাঁচ বছর বয়সের কম শিশু। * ৬৫ বছরের বেশি বয়সী বৃদ্ধ। * অন্যান্য বয়সী যাদের হূৎপিণ্ড, ফুসফুস, কিডনি, লিভারের সমস্যা আছে। * যাদের হাঁপানি ও ডায়াবেটিস আছে। * যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ