শেয়ার করুন বন্ধুর সাথে

সাক্ষ্য আইন ১৮৭২ ধারা ১১- যে সমস্ত ঘটনা অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো যখন প্রাসঙ্গিক হয়ঃ- যে সকল ঘটনা অন্য কোন ভাবে প্রাসঙ্গিক নয়, সেগুলো নিম্ন লিখিত ক্ষেত্রে প্রাসঙ্গিকঃ- ১) যদি সে সকল ঘটনা কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার সাথে অসঙ্গতিপুর্ন হয়; ২) যদি সে সকল ঘটনা নিজে বা অন্য কোন ঘটনার সাথে সংযুক্ত হয়ে কোন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক ঘটনার অস্তিত্ব বা অস্তিত্বহীনতাকে অধিক মাত্রায় সম্ভব বা অসম্ভব করে তুলে। উদাহরণঃ প্রশ্ন হচ্ছে কোন নির্দিষ্ট দিনে ‘ক’ রাজশাহীতে একটি অপরাধ করেছে কি না। উক্ত তারিখে ‘ক’ খুলনায় ছিল, এটি একটি প্রাসঙ্গিক ঘটনা। অপরাধ সংঘটিত হওয়ার কাছাকাছি সময় ‘ক’ ঘটনাস্থল হতে এরুপ দূরত্বে ছিল যে তার পক্ষে অপরাধটি করা পুরোপুরি অসম্ভব না হলেও বহুলাংশে অসম্ভব ছিল, এটি একটি প্রাসঙ্গিক ঘটনা। আলোচনাঃ সাক্ষ্য আইনের ১১ ধারা, ঘটনার সাথে অভিযুক্তের সম্পৃক্ততা ছিলনা, এই বিষয়টি প্রমান করতে উপযুক্ত বিষয় গুলকে প্রাসঙ্গিক করেছে। এই বিষয় গুলো অন্য কোন প্রাসঙ্গিক বিষয়ের সাথে যোগসুত্র স্থাপন করে বাদীপক্ষের দাবীকে খণ্ডন করতে সাহায্য করে। যেমন ঘটনার সময় অভিযুক্ত ব্যক্তি অন্যত্র ছিল সুতরাং তার পক্ষে উক্ত ঘটনা সংঘটিত করা সম্ভব নয়। এইখানে অন্যত্র অবস্থান করার বিষয়টি প্রাসঙ্গিক বিষয় যা সন্দেহ মুক্ত ভাবে প্রমান করতে হবে। আসামী পক্ষের সাফাই সাক্ষী হিসাবে অন্যত্র অবস্থান করার বিষয়টি জোরালো ভাবে প্রমান হলে অভিযোগ থেকে রেহাই পাওয়া যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ