সাক্ষ্য আইন ১৮৭২ ধারা ১৮ : মামলার পক্ষ বা তার প্রতিনিধি কর্তৃক স্বীকৃতি :- মামলার পক্ষ বা এরুপ পক্ষের কোন প্রতিনিধি আদালত যাকে সংশ্লিষ্ট মামলার পরিস্থিতিতে কোন পক্ষের প্রতিনিধি হিসাবে বিবৃতি দানের জন্য প্রকাশ্য বা ইঙ্গিতে ক্ষমতাপ্রাপ্ত বলে মনে করেন, তিনি কোন বিবৃতি প্রদান করলে তা স্বীকৃতি। প্রতিনিধিত্বমূলক চরিত্রে বাদী কর্তৃক ( by suitor in representative character ): কোন প্রতিনিধিত্বমূলক মামলায় বাদী বা বিবাদী যদি কোন বিবৃতি দেয় তবে তা প্রতিনিধি হিসাবে না দিয়ে থাকলে তা স্বীকৃতি হিসাবে গণ্য হবে না। নিম্নলিখিত ব্যক্তিদের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হবেঃ- (১) মামলার বিষয় বস্তুতে যার স্বার্থ আছেঃ মামলার বিষয় বস্তুতে যার মালিকানা বা আর্থিক স্বার্থ আছে এবং এরুপ ব্যক্তি কোন বিবৃতি দান করলে, অথবা- (২) যার নিকট থেকে স্বার্থ লাভ হয়েছে সেই রকম ব্যক্তি কর্তৃকঃ- মামলার পক্ষগণ যে সমস্ত লোকের নিকট থেকে মামলার বিষয় বস্তুতে স্বার্থ লাভ করেছেন তাদের বিবৃতি। আলোচনাঃ ১৮ ধারা অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগনের বিবৃতি স্বীকৃতি হিসাবে গণ্য হয়, যেমন- ক) মামলার কোন পক্ষ কর্তৃক বিবৃতি; খ) মালার পক্ষদের কোন প্রতিনিধি কর্তৃক বিবৃতি; গ) কোন ব্যক্তির প্রতিনিধি যদি কোন মামলার বাদী বা বিবাদী হয় তার বিবৃতি; ঘ) মামলার বিষয় বস্তুতে যার কোন প্রকারের স্বার্থ বিদ্যমান; ঙ) যার নিকট থেকে মামলার কোন পক্ষের মামলার বিষয় বস্তুতে স্বার্থ প্রাপ্তি ঘটেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ