শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়ার্ল্ড গিনেস বুকে নিজের নাম লিখিয়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছিলেন আব্দুল হালিম। মাথায় বল নিয়ে ১৫.২ কিলোমিটার হেঁটে রেকর্ড করেন মাগুড়ার ফুটবল বিশেষজ্ঞ বলে পরিচিত আব্দুল হালিম। ২০১১ সালের তার এই প্রাপ্তি বাংলাদেশের জন্য সুনাম কুঁড়িয়ে নিয়ে আসে। এখানেই থেমে নেই তিনি। বাংলাদেশকে বিশ্ব দরবারে আবারো একবার পরিচিত করতে আর নিজের নামের উজ্জ্বলতা বাড়াতে চালিয়ে গেছেন চর্চা। আর তার-ই ফলস্বরূপ চার বছর পর এবার আরও একটি নতুন গিনেস বুকের রেকর্ডের দাবিদার আব্দুল হালিম। এবারও মাথায় বল। কিন্তু আকর্ষণীয়তা বাড়াতে পায়ে যোগ হয়েছে রোলার স্কেটিং। যা পড়ে শরীরের ভারসাম্য রাখায় কষ্টকর সেটা পড়ে মাথায় বল নিয়ে নিজের দক্ষতার পরিচয় দিলেন হালিম। পায়ে রোলার স্কেটিং ও মাথায় বল নিয়ে তিনি ১০০ মিটার দূরুত্ব অতিক্রম করেছেন মাত্র ২৭.৬২ সেকেন্ডে। রোববার (২২ নভেম্বর) কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন কীর্তিই গড়েছেন হালিম। আব্দুল হালিমের জন্মস্থান মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ