Urine c/s পরীক্ষা করে কি কি ধরা পড়বে?এর আগে আমি urine rme পরীক্ষা করেছিলাম ওটাতে ইনফেকশন ধরা পড়েছে।urine c/s পরীক্ষা করতে কত টাকা লাগতে পারে?


Share with your friends

রক্তের সিবিসির পরবর্তী একেবারে কমন পরীক্ষা হল রুটিন ইউরিন একজামিনেশন। এর মাধ্যমে রোগী ডায়াবেটিসে আক্রান্ত কিনা, কিডনি থেকে প্রস্রাব করার রাস্তার একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কোনও ইনফেকশান আছে কিনা, ফাঙ্গাস আক্রান্ত কিনা, কিডনি ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তার প্রাথমিক ধারণা পাওয়া যায়। অনেক রোগ রয়েছে যা কিডনিকে ক্ষতি করে, ইউরিন বা প্রস্রাব পরীক্ষা করা ছাড়া তার সম্পরকে ধারণা পাওয়া দুষ্কর।


ইউরিন চি/এস পরীক্ষা করতে একেক হাসপাতালে একেক রকম টাকা নেয় তবে সাধারণত ২৫০ থেকে ৩৫০ টা নেয় এমনকি ৪০০টাকাও নিতে পারে

Talk Doctor Online in Bissoy App
Call

প্রস্রাবে ঠিক কী ধরনের জীবাণু বা ব্যাকটেরিয়া উপস্থিত রয়েছে তা জানার জন্য Urine c/s টেস্ট করা হয়। এবং, Urine c/s থেকেই জানা যায় উক্ত জীবাণু বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোন কোন এন্টিবায়োটিক কার্যকর ও কোনগুলো অকার্যকর!  


এই টেস্ট সম্পন্ন করতে ভালো ল্যাবে ৫০০ বা তার বেশি টাকা লাগবেই। 

Talk Doctor Online in Bissoy App