শেয়ার করুন বন্ধুর সাথে
MD Sumon

Call

৬ মাস বা ১ বছর মেয়াদী LMF কোর্স করে আপনি পল্লী চিকিৎসক হতে পারেন।এই জন্য আপনি যে কোনো বেসরকারি মেডিকেল টেকনলোজি ইন্সটিটিউট এ যোগাযোগ করুন।মনে রাখবেন এই পল্লী চিকিৎসক এর সরকারি ভাবে কোনো মূল্যায়ন হয় না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Robi Pk

Call
বাংলাদেশে পল্লী চিকিৎসকদের জন্য দুইটি সরকারী কোর্স আছে ।
.
সরকারী কোর্সগুলো হলোঃ
১) সার্টিফিকেট ইন প্যারামেডিকেল ( ১ বছর ৩ মাস মেয়াদি , ৬ মাস করে দুইটি সেমিস্টার , বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে ) এই কোর্সের জন্য খরচ হবে ১৫,০০০ টাকা থেকে প্রায় ৩৫,০০০ টাকা । এটা একেক ইনস্টিটিউট একেক রকম খরচ নিয়ে থাকে ।
২) কমিউনিটি প্যারামেডিকেল ( ২ বছর মেয়াদি , বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অধিনে ) এই কোর্সের জন্য খরচ হবে ৬০, ০০০ টাকা থেকে প্রায় ৮০, ০০০ টাকা । এটা একেক ইনস্টিটিউট একেক রকম খরচ নিয়ে থাকে ।
.
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ