আসসালামু আলাইকুম। আমি বর্তমানে একটি ফ্লাইং একাডেমিতে পিপিএল কোর্সে অধ্যায়নরত। এভিয়েশন একাডেমি থেকে শুধুমাত্র পাইলটের কোর্সের জন্যই সার্টিফিকেট দেওয়া হয়, যা কিনা অন্য কোনো ডিগ্রি কোর্স কিংবা অনার্স কোর্স কোনো কিছুর সাথে সামাঞ্জস্য করা যায় না। কমার্শিয়াল বেশিরভাগ পাইলট কে দেখা যায় প্রাইভেট ভার্সিটি থেকে বি.এস.সি করার জন্য। কিন্তু আমার সম্পূর্ণরুপে পাবলিক ভার্সিটি থেকে বি.এস.সি করার ইচ্ছা। পাইলট কোর্স শেষ করতে ২.৫ বছর এর মত সময় লাগবে, এখন আমি যদি কোনো পাবলিক ভার্সিটিতে চান্স পাই, এবং সেখানে ভর্তি হতে চাই তবে কর্তৃপক্ষ কোনো বাধা দিবে কিনা? কেননা, পাইলট কোর্সের জন্য আমাকে প্রায় ১.৫ বছর এর মত সময় বিভিন্ন এয়ারপোর্ট এ ফ্লাইং প্রশিক্ষণের জন্য থাকতে হবে, আর এই ১.৫ বছর আমি হাজার চাইলেও কোনোভাবে ক্লাসে উপস্থিত থাকতে পারবো না। আর বাংলাদেশের শিক্ষানীতি অনুযায়ী দ্বৈত প্রতিষ্ঠানে অনার্স লেভেল এ লেখাপড়া করা যায় না। কিন্তু পাইলট কোর্স তো অনেকটা ডিপ্লোমা টাইপ কোর্স, অনার্স সমপর্যায়ের না... সেক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবো কিনা? কমার্শিয়াল পাইলট এর চাকরির ক্ষেত্রে কখনোই অনার্স-মাস্টার্স ডিমান্ড করা হয় না, যার জন্য অনার্স না করলেও কোনো সমস্যা হয় না... তারপরও ব্যক্তিগত ইচ্ছার জন্য ঢাকা ইউনিভার্সিটি থেকে বি.এস.সি শেষ করার ইচ্ছা, কোনো যৌক্তিক সমাধান প্রদানের জন্য অগ্রিম ধন্যবাদ। উল্লেখ্য, আমি ঢাকার নটরডেম কলেজ থেকে এইচ.এস.সি শেষ করেছি, এবং এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৬৭৬তম হয়েছি এবং MIST এর ভর্তি পরীক্ষায় ৫৩তম হয়েছি।


শেয়ার করুন বন্ধুর সাথে