শেয়ার করুন বন্ধুর সাথে

scaler রাশি/অদিক রাশি/নির্দিক রাশিঃ

যে সব ভৌত রাশির শুধু মান আছে, কিন্তু দিক নেই তাদেরকে স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয়।

উদাহরণ: 

  • দৈর্ঘ্য,
  •  ভর, 
  • সময়, 
  • আয়তন, 
  • দ্রুতি, 
  • কাজ, 
  • তড়িৎ বিভব,
  • ক্ষমতা
  • শক্তি
  • কর্মদক্ষতা
  • ঘনত্ব
  • আপেক্ষিক গুরুত্ব, 
  • বিকৃতি,
  • স্থিতিস্থাপক
  • গুণাংক, 
  • তাপ, 
  • তাপমাত্রা, 
  • আপেক্ষিক তাপ, 
  • পানিসম, 
  • তাপ গ্রহীতা,
  • সুপ্ততাপ,
  • প্রসারণ গুণাংক,
  • শিশিরাংক,
  • হিমাংক,
  • গলনাংক,
  • স্ফুটনাংক,
  • আপেক্ষিক আর্দ্রতা, 
  • তাপের যান্ত্রিক সমতা,
  •  তরঙ্গ দৈর্ঘ্য, 
  • কম্পাংক,
  • বিস্তার, 
  • দীপনমাত্রা, 
  • দীপন ক্ষমতা, 
  • ফোকাস দৈর্ঘ্য, 
  • লেন্সের ক্ষমতা,
  • চৌম্বক বা বৈদ্যুতিক বিভব,
  • বিচ্যুতি,
  • বিনতি, 
  • রােধ, 
  • গ্যালভানােমিটার
  • আবেশ 
  • চার্জ, স্বকীয় আবেশ গুণাংক,
  • পারস্পরিক আবেশ গুণাংক,
  • আপেক্ষিক চার্জ, 
  • আপেক্ষিক রােধ, 
  • রাসায়নিক সমতুল,
  • বৈদ্যুতিক রাসায়নিক সমতুল্য,
  • প্রতিসরাংক,
  • ধারকত্ব,
  • মহাকর্ষীয় ধ্রুবক।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ