আমার স্ত্রীর নাম নিলুফা জাহান, আমার স্ত্রীর পিতা মাতা দুইজনেই মৃত, আমার স্ত্রীর একজন বড় ভাই ও একজন বড় বোন আছে, আমার স্ত্রীর সাথে তার বড় ভাই ও বোনের কোন প্রকার সম্পর্ক নাই, আমার স্ত্রীর আগের একটা বিবাহ ছিলো এবং তাদের একটি পুত্র সন্তানও আছে, আমার স্ত্রী তার আগের স্বামীর সাথে সংসার করতে চায় না, তাই আমার স্ত্রী তার আগের স্বামীর বাড়ী থেকে পালিয়ে ঢাকাতে চলে যায়, তারপরে চার মাস পরে আমার স্ত্রী আমার সাথে যোগাযোগ করে আমার কাছে আশ্রয় চায়, আমি তাকে আমার কাছে আশ্রয় দেই, তারপরে আমার স্ত্রী আমাকে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, আমি আমার স্ত্রীর প্রস্তাবে রাজি হই, তারপরে আমার স্ত্রী কোর্টে গিয়ে তার আগের স্বামীকে তিন মাস আগের ব্যাকডেটের ডির্ভোস লেটার পাঠায় ও কাজীর মাধ্যমে তার আগের স্বামীকে তালাক দেয়, তারপরে আমি আমার স্ত্রীকে বিবাহ করি, এই বিবাহটা কি ইসলাম অনুযায়ী সঠিক হয়েছে, প্লিজ জানবেন।


শেয়ার করুন বন্ধুর সাথে