প্রাইভেটে কোম্পানীতে জব নেয়ার সময় তাদের চুক্তি পত্রের সব নিয়ম পড়ে সাক্ষর করলে এবং তা যথাযথ পালন করা সাপেক্ষ যদি আপনি জব ছেড়ে চলে যেতে চান তবে আপনার মূল সনদ পত্র কোম্পানী দিতে বাধ্য থাকিবে।

অন্যথায় আপনি আইনের আশ্রয় গ্রহণ করতে পারবেন ।

আরেকটি কথা বলে রাখি, প্রাইভেট কোম্পানীতে জব নেয়ার ক্ষেত্রে মূলত মূল সনদ নেয়া হয় না এমনকি কেও জমা ও দেয়না । সুতরাং ছোট খাটো প্রাইভেট জবের জন্য মূল সনদ কখনোই জমা দিবেন না ।

আশা করি বুঝতে পেরেছেন । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ