Share with your friends
Call

যে তড়িৎবিশ্লেষ্য জলীয় দ্রবনের অনুতে এক বা একাধিক প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমানু থাকে এবং ঐ হাইড্রোজেন পরমানু কোন ধাতু পরমানু কতৃক আংশিক বা সম্পূর্ণরুপে  প্রতিস্থাপিত হয়ে লবন ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে এবং ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবন ও পানি উৎপন্ন করে তবে তাকে এসিড বলে।

Talk Doctor Online in Bissoy App