আমি সকালে আমার কম্পিউটার এর c drive থেকে কিছু ফাইল ডিলিট করেছি, তার পর কম্পিউটার অফ করেছি, এবং রাতে যখন কম্পিউটার ওপেন করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করলাম তখন কম্পিউটার ওপেন হচ্ছে না।মাউস+মনিটর+কি বোর্ড এ লাইন আসে না।চালু হওয়ার সময় শুধু মাউসের লাইট জলে আবার ১ সেকেন্ড পরে তা চলে যায়।কেচিং এর লাইট আগে জলতো এখন লাইট হাল্কা জলে। আর কম্পিউটার এর মাউস খুলে আবার লাগালে মাউসের লাইট জলে আবার নিভে যায়। রেম+হার্ড ডিক্স খুলে আবার লাগিয়েছি বাট অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। এখন কিভাবে কম্পিউটার চালু/ঠিক করবো? computer details:windows 7 (64bit),core i3,4GB ram,1TB Hard Disk.
শেয়ার করুন বন্ধুর সাথে

আপ‌নে ম‌নে হয় c drive থে‌কে windows এর কিছু ফাইল ডি‌লিট ক‌রে ফে‌লে‌ছেন তাই আপনার windows হয়ত অ‌কে‌জো হ‌য়ে গে‌ছে। নতুন ক‌রে Windows সেটআপ করুন, হয়ত ঠিক হ‌য়ে যা‌বে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ