শেয়ার করুন বন্ধুর সাথে

পুকুরগুলিতে মাছচাষকে লাভজনক করতে মাছচাষের উপযোগী করার জন্য পুকুরের পাড়গুলির ঝোপঝাড় কেটে ফেলে পরিষ্কার রাখা দরকার। গরম কালে জল তুলে ফেলে পাক তুলে নিয়ে মাটি শুকিয়ে গেলে একটা চাষ দিয়ে দেওয়া ভাল। পরে বৃষ্টির জলে ভরে গেলে বিজ্ঞানসন্মত পদ্ধতি অনুসারে মাছচাষের কাজ অর্থাৎ খইল, গোবর, রাসায়নিক সার ও পরিপূরক খাবার দিয়ে মাছচাষকে লাভজনক করা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ