বিঘা প্রতি জলায় ১ থেকে ৩ কিলোগ্রাম ওজনের ৩০০ কিলোগ্রাম মাছ মজুত রাখা দরকার। পুকুরে সার প্রয়োগ করে পুকুরের জলে প্রাণীকণা উত্পাদনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে নিতে হবে এবং দৈনিক মাছের ওজনের ১ থেকে ২% সরিষার খইল ও চালের কুঁড়ো সম পরিমাণে মিশিয়ে মাছকে খেতে দিতে হবে। মাঝেমাঝে জাল টেনে এদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখতে হবে। বর্ষার শুরুতে পুকুরে জাল দিয়ে ডিম ভরা স্ত্রী ও পরিণত পুরুষ মাছ বেছে রাখা উচিত। প্রজননের সময়ও মাছ যাতে কোনও চোট না পায় সে দিকে লক্ষ রাখতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ