Waruf

Call

আমরা জানি হাইড্রোজেন ও ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেনক্লোরাইড উৎপন্ন করে। কিন্তু বাস্তবে দেখা যায় গ্যাসদুটি একত্র করলেই বিক্রিয়া হয়না। কারন সেখানে বিক্রিয়া সংঘটনে নিয়ামক বা প্রভাবক অনুপস্থিত। উক্ত মিশ্রনে যদি সামান্য আগুন প্রবেশ বা মিশ্রনটি যদি সূর্যালোকে রাখা হয় তবে সাথে সাথে পপ শব্দসহ বিক্রিয়া করে হাইড্রোজেনক্লোরাইড অম্লীয় গ্যাস তৈরি করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ