আপনার করণীয়:আপনি 19 থেকে 20 তারিখে অনলাইনে আবার আবেদন করবেন।তারপর 21 তারিখ রিজাল্ট দিবে।আপনাকে 22থেকে23তারিখে অনলাইনে ভর্তি নিশ্চায়ন ফি দিয়ে ভর্তি নিশ্চিত করতে হবে।27থেকে30তারিখে কলেজে গিয়ে ভর্তির টাকা দিয়ে আপনার ভর্তির কাজ সমাপ্ত করবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি এমতাবস্থায় দুটি কাজ করতে পারেন। যথাঃ-

  • মাইগ্রেশন করা
  • নতুনভাবে আবেদন করা

আপনি যেভাবে চাইবেন, সেভাইবে হবে। তবে, মাইগ্রেশন করলে, যদি মাইগ্রেট হয়, তাহলে অন্য কলেজে চান্স পাবেন। নতুবা, যে কলেজে প্রথমে চান্স পেয়েছেন সে কলেজেই থাকবেন।


→নতুন করে আবেদন করলে, আপনার কাঙ্ক্ষিত কলেজে চান্স পেতে পারেন। আবার, নাও পেতে পারেন।


আমার মতে, এমতাবস্থায় আপনি নিশ্চায়ন ফি দিয়ে মাইগ্রেশন করুন। আরো কিছু জানার থাকলে কমেন্ট করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ