আমার গার্লফ্রেন্ডের সাথে আমি কনডম বাদে মিলিত হয় কিন্তু আমার বীর্য বাইরে ফেলি, তারপরও পিল খাওয়ানো কি উচিত হবে কারণ বলা যায় নাহ যদি,  আর খাওয়ালেও কোনটা খাওয়ানো উচিত


শেয়ার করুন বন্ধুর সাথে

অনিরাপদ যৌন মিলন করলে Norix1 সেবন করাতে হয় কিন্তু এই  মেডিসিন এর সাইড ইফেক্ট আছে।

যেমনঃ- মেন্স নিয়মিত না হওয়া 

অনিয়মিত মেন্স শুরু হওয়া 

নির্দিষ্ট ডেট এর আগে মেন্স হওয়া 


এ ছাড়া অনেক প্রবলেম হতে পারে। 


আর কনডম ছাড়া এমন ভাবে যৌন মিলন করলে ঝুকি থাকে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ