ত্রিকোণাকার ব-দ্বীপের মধ্যভাগ বরাবর প্রবাহিত মূল নদীটি যদি ক্রমশ সমুদ্রের অভ্যন্তরভাগে আরও প্রবেশ করতে থাকে তাহলে ঐ মূল নদীর দুই পাশে বাহিত পদার্থ সঞ্চিত হয়ে ত্রিকোণাকার ব-দ্বীপের অগ্রভাগ করাতের দাঁতের মত তীক্ষ্ণতা লাভ করে যে বিশেষ আকৃতির ব-দ্বীপ সৃষ্টি হয় তাকে তীক্ষাগ্র ব-দ্বীপ বা কাসপেট ব-দ্বীপ (Cuspate Delta) বলে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ