Call

বায়ুমণ্ডলের মোট ভরের 70% ট্রপোস্ফিয়ার স্তরে বিদ্যমান। এ স্তরের উপাদানসমূহের মধ্যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ও পানি প্রধান। এ স্তরের তাপমাত্রা, ঘনত্ব ভূ-প্রকৃতির উপর নির্ভরশীল। এ স্তরের ঊর্ধ্বসীমা ভূ-পৃষ্ঠ থেকে 10 km পর্যন্ত বিস্তৃত। এ স্তরের তাপমাত্রা ভূপৃষ্ঠে গড়ে 15°C এবং ঊর্ধ্বসীমায় গড়ে –56°C। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এ স্তরের তাপমাত্রা কমে যায়।


 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ