Call

বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে প্রাকৃতিক কারণে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজোন গ্যাস সৃষ্টি হয়। ওজোন গ্যাসের প্রকৃত সংকেত O3। ওজোন গ্যাসের পুরু আবরণকে ওজোন স্তর বলা হয়। ওজোন স্তরকে পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা কেন বলা হয় তা নিচে ব্যাখ্যা করা হলো:
ছাতা যেমন রৌদ্র থেকে মানুষকে রক্ষা করে ঠিক একইভাবে ওজোন স্তর সৌর বিকিরণে ক্ষতিকারক উপাদান অতি বেগুনি (UV – C এবং UV – B) রশ্মির হাত থেকে মানুষ এবং অন্যান্য জীবজগতকে রক্ষা করে। অতিবেগুনি রশ্মি সমগ্র জীবজগতের জন্য অত্যন্ত মারাত্মক বা প্রাণ সংহারক। অতিবেগুনি রশ্মি সৌর বিকিরণের মাধ্যমে পৃথিবী পৃষ্ঠে পৌঁছানোর পূর্বেই বায়ুমণ্ডলের ওজোন স্তর বা ওজোন পর্দা দ্বারা শোষিত হয় এবং ঝলমলে প্রাণবন্ত বিশুদ্ধ সূর্যের আলো পৃথিবীতে প্রবেশ করে। ফলে জীবজগতের উপর নাশকতা সৃষ্টি করতে পারে না। এ পরিপ্রেক্ষিতে ওজোন স্তরের গুরুত্ব অপরিসীম। এজন্য ওজোন স্তরকে ‘পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা’ বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ