শেয়ার করুন বন্ধুর সাথে
Call

শ্রীকৃষ্ণ চান -সকলেই যেন সঁার শরণাগত হয়। আর  
ভগবদ্ভুক্তি মানে সারাক্ৰগৎ জুড়ে, ভগবানের নির্দেশ প্রচার। ভগবান গীতায় স্পষ্টই বলেছেন, ন চ তস্মান্মনুষ্যেযুকশ্চিন্মে প্রিয় কৃশ' (১৮৬৯) সকলের মঙ্গলের জন্য গীতার বাণী যিনি প্রচার করেন, তিনিই ভগবানের সবচেয়ে প্রিয়জন।ভগবান গীতারমাধ্যমে যা বলেছেন, তার মাধ্যমে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক ও ধর্মসম্বন্ধীয় সকল বিষয়ে মানুষ সম্যকভাবে পরিপূর্ণতা অর্জন করতে পারে। কৃষ্ণভাবনামৃত আন্দোলনের মাধ্যমে মানব সমাজে সার্বোতভাবে সংস্কার সাধন সব হতে পারে। তাই সকলের মঙ্গল সাধনের উদ্দেশ্যে যিনি এই কৃষ্ণভাবনামৃত দর্শন প্রচার করেন; তিনি যথার্থই শুদ্ধ  
ভগবদ্ভুমির্গে অবস্থান করছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ