শেয়ার করুন বন্ধুর সাথে
Dr. Shoyeb

Call
  • এটি শিরাপথে প্রয়ােগের জন্য সলিউশনটি প্রাপ্ত বয়স্ক ও শিশু রােগীদের জন্য ইলেকট্রোলাইটস ও জলীয় অভাব পূরণের জন্য পানির উৎস হিসেবে নির্দেশিত। ০.৯% সােডিয়াম ক্লোরাইড ইনফিউশন আন্তঃকোষীয় ফ্লুইড প্রতিস্থাপন, শরীর থেকে ফ্লুইড ক্ষয়ের কারণে ঘটিত মেটাবলিক অ্যালকালােসিস এবং স্বল্প মাত্রার সােডিয়ামের অভাব পূরণে নির্দেশিত। 
  • সােডিয়াম ক্লোরাইড ইনফিউশন হিমােডায়ালাইসের সময় সলিউশন তৈরির কাজে, রক্ত প্রদান শুরু ও শেষের সময় যেন লােহিত রক্ত কনিকা যেন নষ্ট না হয় সেজন্য ব্যবহৃত হয়। 
  • সােডিয়াম ক্লোরাইড ইনফিউশন সামঞ্জস্যপূর্ণ ওষুধের দ্রাবক হিসেবেও ব্যবহৃত হয়। 

Normal Saline IV Infusion সম্পর্কে বিস্তারিত জেনে নিন এই লিঙ্ক থেকে Normal Saline

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ