সেই ছেলেটি

সে দিনের কথা আজও পরে মনে, 
পরিক্ষার হলে প্রবেশ করে চোখে পরে,
সেই কালো শার্ট পরা ছেলেটিকে।
কারো সাথে কথা না বলে বসে নিজ সিটে,
ভাগ্যক্রমে সিটটি পরে তার আমার পাশে।
আমি সিটে গিয়ে বসি ওয়ার্নিং বেল বা,, 
পরিক্ষার হলে এক্সামিনাররা প্রবেশ করলো,
প্রশ্ন পত্র দিল সব কিছু স্থাবির হলো।
কোথাও নাই কোন কথা সবাই শুধু লেখে, 
এরই মাঝে ছেলেটি ঢুকরে ঢুকরে কাঁদে। 
আমি জানতে চাইলাম তার কাঁদার কারন,
বলেনা সে কাঁদে শুধু মাথা নিচু করে।
অনেক শুধরানোর পর জানিতে পারি,
আজই সকালে বিনা চিকিৎসায় ঔষধদের আভাবে,
তার মা গিয়েছে যে মরি,
মৃত্যুর আগে মায়ের আর্জি।
ডাক্তার হয়ে আমি যেন গরিবদের সেবা করি, 
তারই স্বপ্ন করবো পূরন হবো আমি ডাক্তার। 
বললাম তাকে অনেক বড় হবে,
ভালো করে লিখ তুমি আপন ম।। 
ছেলেটির কথা শুনে চোখ দিয়ে পানি পরে,
ভেজা চোখে তাকিয়ে ছিলাম নির্বাক মনে, 
আজও সেই দিনের কথা খুব মনে পরে।


রচয়িতা:মাহি ইসলাম


শেয়ার করুন বন্ধুর সাথে