শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ভগবানের প্রিয়ভক্ত

 (১) সমস্ত জীবের প্রতি দ্বেষশূন্য, 

(২) সকল জীবের  
প্রতি বন্ধুভাবাপন্ন, 

(৩) দয়ালু, 

(৪) মমত্ববুদ্ধিশূন্য,

 (৫) নিরহঙ্কার, 

(৬) সুখে ও দুঃখে সমভাবাপন্ন,

 (৭) ক্ষমাশীল, 

(৮) সর্বদা সন্তুষ্ট, 

(৯) সর্বদা ভক্তিযােগে যুক্ত, 

(১০) সংযত-স্বভাব, 

(১১) 'তত্ত্ববিষয়ে দৃঢ়নিশ্চয়, 

(১২) মন ও বুদ্ধি সর্বদা ভগবানে অর্পিত, 

(১৩) ভক্তের কাছ থেকে কেন্দ্র উদ্বেগ প্রাপ্ত হয় না, 

(১৪) ভক্ত কারাে দ্বারা উদ্বেগ প্রাপ্ত হয় না,

 (১৫) ভক্ত হর্স, বিষাদ ও ভয় থেকে মুক্ত, 

(১৬) জড় বিষয়ে নিস্পৃহ,

(১৭) শুচি, 

(১৮) দক্ষ,

 (১৯) পক্ষপাত শূন্য, 

(২০) ভয়হীন। 

(২১) সকাম কর্মের অনুষ্ঠান। ত্যাগী

, (২২) 'আকাক্ষিত বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না,

 (২৩) অনিষ্ট প্রাপ্তিতে দ্বেষ করেন না, 

(২৪) প্রিয়ের বিয়ােগে শােক করেন না,

 (১৫) অপ্রাপ্ত ইষ্ট বস্তু ব্রাকাক্ষা করেন না, 

(২৬) শুভাশুভ কর্ম পরিত্যাগ করেছেন,

 (২৭) শত্রু ও মিত্রের প্রতি সর্বদা সমবুদ্ধি সম্পন্ন। 

(২৮) সনে ও অপমানে অবিচলিত, 

(২৯) শীতােষ্ণ জনিত সুখে দুঃখে নির্বিকার। 

(৩০) স্থির বুদ্ধি,

 (৩১) নিন্দা ও স্তুতিতে সমবুদ্ধি, 

(৩২) সংযতবাক,

 (৩৩) যৎকিঞ্চিৎ লাভে সন্তুষ্ট,

 (৩৪) গৃহাসক্তি-শূন্য,

 (৩৫) ভগবানের প্রেমময়।  
সেবায় যুক্ত

, এবং (৩৬) ভগবানের প্রদর্শিত ধর্মামৃতের পর্যপাসনা করেন।

 । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ