নতুন জাতীয় পরিচয়পত্রের NID no চেন্জ হয়ে গেছে কিন্তু একটা বিশেষ কাজে পুরোনো NID no টা লাগবে। কিন্তু আমার কাছে পুরনো Nid বা তার কোন ফটোকপি নেই। কোন কি উপায় আছে সেই পূর্বের NID no পাওয়ার?


Share with your friends
Unknown

Call

আপনার নতুন NID এর পিছনের অংশের ছবি দেন বের করে দিচ্ছি  । 

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

জাতীয় পরিচয় তথ্য সার্ভিসের হেল্প লাইন নাম্বার 105 এ কল করুন, নির্দেশনা শোনার পর 9 চাপুন। একজন প্রতিনিধি আপনার কলটি রিসিভ করার পর আপনার 10 ডিজিটের Nid নাম্বার বলার পর আপনার পূর্বের Nid নাম্বারটি আপনাকে এসএমএস করে দিবে। অথবা লিখে নিতে পারবেন।

105 নাম্বারে কল করলে কোনো টাকা কাটবেনা।
সম্পুর্ন ফ্রি

Talk Doctor Online in Bissoy App