২০১৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই।

hsc exam এর পর ১ বছর গ্যাপ হয় কোথাও ভর্তি হইন। 

২০১৬ সালে ডিগ্রি ভর্তি হই।     

ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার সময় অজ্ঞতাবশত একটি পরীক্ষা দিতে পারিনি। তাই আমাকে আবার first year er exam দিতে হয়। এর কারনে আরও ১ বছর গ্যাপ হয়ে যায় আমার।সুতরাং দুইবারে মোট ২ বছর গ্যাপ হয় আমার ছাত্রজীবনে । এখন আমি ডিগ্রি ফাইনাল পরিক্ষার্থী । 

আমার জানার ইচ্ছে হলো এই যে ২ বছর গ্যাপ আছে তা কি কোনো প্রভাব ফেলবে বি সি এস পরিক্ষায় আবেদন করতে? 

 আর যদি করে তাহলে আমার কি করনীয়? 


আমি যেটুকু জানি তা হলো ডিগ্রি (৩ বছর)   শেষ করে মাস্টার্স (২ বছ)  শেষ করে  বি সি এস পরিক্ষার জন্য আবেদন করতে হয়।


ইন শা আল্লাহ মাস্টার্স পরিক্ষায় কোনো প্রব্লেম হবে না আশাবাদী এবং পাশ আমি করবই ইন শা আল্লাহ।


প্লিজ আমাকে বলুন যে ২ বছর গ্যাপ কি কোনো সমস্যা হবে।


Ssc point=4.19

Hsc point=3.80

Degree 1st year=2.93

Degree second year=3.14                   


শেয়ার করুন বন্ধুর সাথে