Call
যে কেউ অনার্স করার পর MBA করতে পারে। এমনকি ডিগ্রী যারা কমপ্লিট করেছেন তারাও MBA করতে পারবেন। আর MBA করার জন্য আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমনকি পাবলিক বিশ্ববিদ্যালয়েও আবেদন করতে পারবেন যদি তাদের Requirements আপনি পূরণ করতে পারেন। বিভিন্ন সময়ে MBA করার জন্য বিজ্ঞাপন দেখতে পাবেন। অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তেমন কোন প্রতিযোগীতা হয়না। আপনি সেগুলোতে সরাসরি ভর্তি হয়ে কোর্স করতে পারবেন। আবার যেগুলো ভাল মানের সেগুলোতে আপনাকে Admission Test দিয়ে ভর্তি হতে হবে। ধন্যবাদ।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Unknown

Call

ধন্যবাদ ভাইয়া আপনাকে। আমার আরেকটা বিষয় জানার ছিলো। আমি যেহেতু ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিয়ে পড়ছি সেক্ষেত্রে আমার এমবিএ করতে বেশী কষ্ট হবে কিনা। কারণ আমাকে অনেকে বলছে এমবিএ নাকি কমার্সে সাবযেক্ট।কমার্সের স্টুডেন্টরা নাকি পড়তে পারবে। এবং যারা বিবিএ নিয়ে অনার্স করেছে তারাই পারবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ