সততা অবলম্বন করাই সবচেয়ে উঁচুমানের মনস্তাতাত্ত্বিক কৌশল। মানুষ আপনার বুদ্ধিমত্তা দেখতে চায় না,মানুষ আপনার গায়ের জোর দেখতে চায় না মানুষ চায় আপনার সততা দেখতে। যারা সততা দেখাতে গিয়ে ভুল করে ফেলেন তাদের ভুলের মাঝেও যে মাধূর্য রয়েছে তা কোটি টাকা দিয়েও কেউ কখনও কিনতে পারবে না। সবচেয়ে বড় কথা হল, যিনি সবচাইতে বেশি কৌশল জানেন সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই সৎ ব্যক্তিদের জন্য কৌশল অবলম্বন করেন। তার কৌশলের কাছে মানুষের কৌশলের কি কোন দাম আছে ? আর মানুষ অবশ্যই দূর্বল প্রাণি। তাই বেশি কৌশল করতে গেলে মানুষ অনেক সময় নিজেই সে কৌশলের ঝামেলায় পড়ে যায়।

ধন্যবাদ।


শেয়ার করুন বন্ধুর সাথে