Waruf

Call

হ্যা আবার না দুটোই হতে পারে।

প্রথমত না। কারন ফোন দিয়া ফাইল এডিট, কোড এডিট,সার্ভার কনফিগারেশন ইত্যাদি করা প্রায় অসম্ভব বা কঠিন। এছাড়া বিভিন্ন স্ক্রিপ্ট ডাউলোড করে মডিফাই করে তা সার্ভারে আপলোড করা ফোন থেকে দুরুহ। অনেক সার্ভার ফোনে রানই করেনা। তাই ফোন দিয়া সাইট বানাতে যাওয়া বোকা। 

দ্বিতীয়ত হ্যা পারবেনঃ যদি মনে করেন যে তেমন কাস্টমাইজের দরকার নাই, পোস্ট উত্তর হলেই হবে। তাহলে রেডি স্ক্রিপ্ট ডাউনলোড করে নিন। তারপর খুজে খুজে ভাল কার্যকর এপস ডাউনলোড করে কনফিগারের কাজ বসে বসে সময় নিয়া করতে পারবেন। সার্ভারে আপলোড দিতে চেষ্টা করুন, মোবাইলের বিভিন্ন এপের সাহায্যও নিতে পারেন।এভাবে সব কাজ করুন। শুধু সময় লাগবে, বিরক্তি আসবে আর হয়ত পূর্ণ ফিচার গুলো বুঝে তেমন কিছু পারবেন না। তবে বেসিক সাইট পেয়ে যাবেন। যেখানে আপনি প্রশ্ন করা উত্তর দেয়া সব পাবেন। আর যদি রেডি সফটওয়্যার, রেডি থিম ইত্যাদি পান তবে তো কথাই নাই সুন্দর সাইট পেয়ে যাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ