FoyEz00

Call

রাষ্ট্র (country) যার রাষ্ট্র হওযার ৪ টি উপাদান রয়েছে-

১. নির্দিষ্ট ভূমি

২. জনসংখ্যা

৩. সরকার

৪. সার্বভৌমত্ব

অন্যদিকে রাজ্য (province) হচ্ছে এমন একটি entity যার ৪ নং উপাদান মানে সার্বভৌমত্ব নেই। একাধিক প্রদেশ বা রাজ্য মিলে রাষ্ট্র গঠিত হতে পারে। যাদের একক সার্বভৌমত্ব থাকবে।

আপনি যদি "State" এই ইংরাজি শব্দের অর্থ দেখেন তবে দেখবেন এই শব্দটির অর্থ লেখা আছে রাজ্য,আবার দেশ বোঝাতে স্টেট বলা হয়। ভারত একটি দেশ,এই দেশ যে অঞ্চল গুলি নিয়ে গঠিত হয়েছে তাদের রাজ্য বলে। অঙ্গরাজ্য বলতে বোঝায় ভারতের রাজ্য গুলিকে বোঝায়। প্রদেশ বলতে বোঝায় প্রশাসনিক অঞ্চল।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ