Call

মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে শরীর ত্যাগ করলে অবশ্যই ভগবানকে  
প্রাপ্ত হওয়া যাবে। কেননা মৃত্যুর সময় যে যেভাবে স্মরণ করে তার  
দেহত্যাগ করে সে সেইভাবে ভাবিত তত্ত্বকে লাভ করে থাকে। ৭৪। মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করলেই যদি তার ভাবকে প্রাপ্ত হওয়া যায়,  
তবে সারা জীবন সাধন করার কি প্রয়ােজন? উঃ মৃত্যু যে কোনাে সময় আসতে পারে। সারা জীবন সাধন ভজন করে  
ভগবানকে স্মরণ করতে অভ্যাস করতে হয়। তাহলে মৃত্যুর সময় ভগবানকে  
স্মরণ করতে পারা যাবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ