আর এভাবে কোনের অনুপাত দেয়া থাকলে সুক্ষ ও স্থুলকোনী ত্রিভুজ বের করা যায় কিভাবে?


শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

সমকোনী ত্রিভুজ হবে।

প্রথমে অনুপাত তিনটি যোগ করুন। উপরের ক্ষেত্রে অনুপাত এর যোগফল ১০।

এখন প্রথম কোন ১৮০ * ২/১০= ৩৬ ডিগ্রী।

অপরটি ১৮০ * ৫/১০= ৯০ ডিগ্রী

এভাবে বাকী কোনটিও বের করুব। এখানে ১৮০ হচ্ছে ত্রিভুজের তিন কোনের সমষ্টি।

একটি ৯০ পাওয়া যাওয়াই তা সমকোণী।  এভাবে স্থুল বা সুক্ষ্মকোনী নির্নয় করা যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ