Call

ব্রজেন্দ্রনন্দন যেই  
শচীসূত হইল সেই। বলরাম হইল নিত্ৰাই ।।' শ্রীকৃষ্ণই শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। তবে শ্রীকৃষ্ণ শুদ্ধভক্তি শিক্ষা দেবার জন্য ও স্বয়ং ভক্তিরসের পূর্ব মাধুর্য আস্বাদনের জন্য ভক্তরূপে শ্রীচৈতন্য মহাপ্রভুরূপে অবতীর্ণ হয়েছেন। শ্রীকৃষ্ণচৈতন্য “রাধাকৃষ্ণু" নহে অনা।' ভক্ত ভগবানের সেবা করে কি প্রকারের আনন্দ লাভ করে তা জানার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাঁর পরম শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারাণীর অঙ্গকান্তি ও ভাবকে  
গ্রহণ করে শ্রীচৈতন্যরূপে আবির্ভূত হয়েছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ