Jamiar

Call

 আপু আপনি এতো অধৈর্য হলে চলবে না। আপনি ধৈর্য্য ধারন করতে পারেন নি।

আসলে আপনার মিন্সের তারিখ ১ তাইতো আর আপনি মিন্স মিসিং এর ১ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করছেন যা পজেটিভ আসছে সেটা সম্পূর্ন ভুল রেজাল্ট। কেনো না এ সময়ে সঠিক রেজাল্ট পাবেন না।সঠিক রেজাল্ট পেতে অবশ্যই মিন্স মিসিং এর ১৫+ দিন পর প্রেগন্যান্সি টেস্ট করা লাগবে।

আর আপনি এই ভুল করেই আবার ভুল নিয়মে ইসোভেন্ট পিল খেয়েছেন যা আবার একটা ভুল।

আপু এই ভুল এর কারনে অনেক বড় বিপদ হতে পারে যা পরবর্তীতে আপনি বান্ধ্যত্বা হতে পারেন কাজেই গাইনি চিকিৎসক এর পরামর্শ ব্যতীত কখনোই নিজে থেকে এসব ট্যাব খাওয়া উচিৎ না।

যাইহোক আপনি দ্রুত গাইনি ডাক্তারের পরামর্শ ও প্রেসক্রিপশন করে নিন।

ধন্যবাদ।

প্রশ্ন করার জন্য।

বিস্ময়ের সাথেই থাকুন।

Talk Doctor Online in Bissoy App