শেয়ার করুন বন্ধুর সাথে
Call

পাঁচ প্রকার - 

(১) আচ্ছাদিত চেতন,

 (২) সংকুচিত চেতন, 

(৩) মুকুলিত  চেতন, 

(৪) বিকশিত, চতুন, 

(৫) পূর্ন বিকশিত চেতন। 

পাহাড়, বৃক্ষ আদিতে যে চেতনা, তাকে আচ্ছাদিত চেতনা বলা হয়। 

পশু পাখিরা হচ্ছে  সংকুচিত চতুন জীব।

 সাধারণ মানুষ হচ্ছে মুকুলিত চেতন।

 মানুষের মধ্যে যারা ভগবানের সেবায় নিযুক্ত হয়েছেন তারা হচ্ছেন বিকশিত চৈতন। 

আর ভগৰ জানে যারা সিদ্ধি লাভ করেছেন তাদের চেতনাকে পূর্ণ বিকশিত  
চতনা বলা হয় । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ