আপনি আপনার ছবি শুধু মাত্র আপনার প্রোফাইলে আপলোড করতে পারবেন। এর জন্য আপনার প্রোফাইল থেকে "Edit My Profile" এ গিয়ে ছবি চুজ করে "পরিবর্তন সমূহ সংরক্ষণ করুন" এ ক্লিক করুন। প্রোফাইল ছাড়া অন্য কোথাও (প্রশ্ন/উত্তর/মন্তব্যে) নিজের ছবি আপলোড করতে পারবেন না /করা যাবে না। তবে প্রয়োজন অনুসারে অন্য ছবি আপলোড করতে পারেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি আপনার প্রোফাইল এবং উত্তর দেওয়ার সময় ও আপনার ছবি আপলোড দিতে পারবেন বাট প্রোফাইল ব্যাতিত উত্তরের ক্ষেত্রে অপ্রয়োজনে কোনো কারন ছাড়া আপনি আপনার ছবি আপলোড দিলে তা বিস্ময় অ্যানসার এর নিয়ম বঙ্গ করা হবে। তবে প্রয়োজনে কোনো কিছু বোঝাতে বা প্রুফ দেখাতে স্ক্রীনশুট বা যে কোনো ছবি আপলোড দিতে পারবেন। আর আপনি যদি আপনার প্রোফাইলে আপনার ছবি দিতে চান তাহলে প্রথমে আপনার প্রোফাইলে যান এবং Edit my profile এই লিখাটাই ক্লিল করুন এইবার একটু নিচে চান আমার ছবির ডান পাশে দেখবেন Choose file লেখা আছে ওইখানে ক্লিক করলে আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওইখান থেকে আপনি যে ছবিটি আপনার প্রোফাইল পিক হিসেবে দিতে চান ওইটাতে ক্লিক করুন তারপর আরেকটু নিচে গেলে দেখবেন বৃত্তান্ত সংরক্ষন করুন এই লিখা দেখবেন ওইটাতে ক্লিক করলে ই আপনি ছবিটি আপনার প্রোফাইল পিক হিসেবে সেট হয়ে যাবে।আসা করি বোঝাতে পেরেছি।

Talk Doctor Online in Bissoy App