Dear , 
looking forward your kind advice .
amar fiance ar  7 July  period hoy jeta hoyeselo tar emergency contraceptive pill khawar por ,10 tarek rate period sesh hoy ( last pill khawa hoyechilo 4 tarek rate )

9 july period cholakalin somoy  sohobash hoy without protection and 11 tarek period sesh Howar por abar arekta pill khay jate risk nah thake.
then 15 july  abar sohobash hoy but ame sperm baire feli. again 24 july sohobash hoy without protection and sprem inside a jay , again 27th july 5X contraceptive pill khay jeta 120 hours ar vitor khete hoy . ajke 11 August  ekhono period hoy ni . Temon kono lokkhon nae pregnant Howar. but last 5X pill  khawar por tar sometime ektu bomi bomi vab hoy , matha halka ghuray but khete partese onek.  ekhon ki korte pari ? aro kisu din wait kore test korabo kina ?
I know ektu messed up situation kore felechi but ai situation a apnader advise chacchii.
note : 7th July ar age kobe period hoyeselo seta mone kora Jacche nah but normally month ar last week a hoy.  july  month ar cycle ta change hoye gase due to taking too much pill maybe jeta vul hoyese bole ame mone kori.
amar fiance ar age : 22
period : normaly monthly cycle a hoy .
pill : regular kono pill khawa hoy na
blood pressure: low always
pls advise into my issue.


Share with your friends
Jamiar

Call

ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।

প্রিয় প্রশ্নকারী আমাদের বিস্ময়ে প্রশ্ন করলে পরবর্তীতে বাংলা ভাষায় লিখার চেস্টা করবেন কেনো না এখানে ইংরেজি ভাষা গ্রহণযোগ্য নয়।

যাইহোক আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি প্রয়োজনে মন্তব্য করবেন।

আপনি ১১ জুলাই মাসিক চলাকালীন মিলন করেছেন সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা ছিলো না তবুও ইমার্জেন্সি পিল খাওয়া ভুল করছেন।

এবং আরো ভুল করছেন ২৭ জুলাই আবার ইমার্জেন্সি পিল খাওয়ায়। যার কারনে ওনার মাসিকে ঝামেলা হচ্ছে। ঝামেলা হচ্ছে পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো যা বমি ভাব,মাথা ব্যথা,ক্লান্তি লাগা,মেজাজ ভালো না থাকা, তলপেটে ব্যথা,সহ নানান সমস্যা প্রভাব ফেলছে যা ইমার্জেন্সি পিলের কারন মুলত।

যেহেতু প্রতি বারই মিলনে ইমার্জেন্সি পিল খেয়েছে সেক্ষেত্রে প্রেগন্যান্সি সম্ভাবনা নাই বললেই চলে।

তবে অপেক্ষা করবেন মাসিক হবে।আসলে ইমার্জেন্সি পিলের কারনে অর্থাৎ ১ টা ইমার্জেন্সি পিল খেলেও মাসিকের টাইম পরিবর্তন হয় যা অনিয়মিত ভাবে হতে থাকে, ফোটা ফোটা রক্তপাত হয়ে থাকে।এটি মুলত ইমার্জেন্সি পিলের প্রভাব।

তাই আপনি অপেক্ষা করুন আগামী ২/৩ সপ্তাহের মধ্যেই মাসিক হয়ে যাবে তবে অনিয়মিতভাবে হতে পারে। কাজেই অপেক্ষা করুন। এবং পুষ্টিকর খাবার খাওয়াবেন, ভিটামিন ও আয়রনের ট্যাবলেট খাওয়াবেন।

মনে রাখবেন এসব ইমার্জেন্সি পিল অতিরিক্ত সেবনের কারনে ভবিষ্যৎ এ বান্ধ্যত্বা হওয়ার সম্ভাবনা থাকে। কাজেই এরকম অতিরিক্ত ইমার্জেন্সি পিল খাবেন না।। আর ১ টা ইমার্জেন্সি পিল সেবনে কারো ক্ষেত্রে ৩ মাস পর্যন্ত মাসিক অনিয়মিতভাবে হতে থাকে তাহলে ভেবে দেখুন অতিরিক্ত ইমার্জেন্সি পিল খেলে মাসিকের সমস্যা হলে সন্তান নেওয়া/হওয়া সম্ভাবনা হবে না। যা বর্তমানে আমার দেখা অনেক ভুক্তভোগী আপুরা আছেন।

আশা করি বুঝতে পারছেন । 

ধন্যবাদ।

পরবর্তীতে কোনকিছু জানার থাকলে বিস্ময়ে প্রশ্ন করবেন।

Talk Doctor Online in Bissoy App