শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

আকাশে পানি নাই ঠিকই কিন্তু সমুদ্র, নদীনালা, খাল, বিল, পুকুর ইত্যাদির পানি সুর্যের তাপে বাষ্প হয়ে উড়ে যায়। এই বাষ্প উর্ধ আকাশে যেয়ে শীতল হতে থাকে। কারন সেখানে ভূপৃষ্ঠের মত তাপ মাত্রা নাই। সেখানে কম তাপে বাষ্প তাপ হারিয়ে শিশিরাংকে পৌছে বিন্দু বিন্দু পানি কনায় পরিনত হয়ে ভুপৃষ্ঠে ঝরে পড়ে। একে বৃষ্টি বলা হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ