শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

বায়োস অর্থ জীব এবং মেট্রিক্স অর্থ পরিমাপ শব্দ দুটির সংযোগে বায়োমেট্রিক শব্দটি গঠিত। জীবের বিভিন্ন অঙ্গের গঠনের নানা ধরনের পার্থক্য পরিমাপ করে একটি থেকে আরেকটি জীব পৃথক করা হয়। একে বায়োমেট্রিক বলে। মানুষের ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের তলার রেখা দাগ এক জনের সাথে আরেকজনের মেলেনা। ফলে এই রেখার পার্থক্য সূক্ষ্ম ভাবে নিরুপন করে প্রতিটি মানুষকে সনাক্ত করা যায় বলে ফিঙ্গারপ্রিন্ট এক ধরনের বায়োমেট্রিক পদ্ধতি। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ